ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পিটিএ দ্রুত করতে চায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
পিটিএ দ্রুত করতে চায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা পিটিএ দ্রুত করতে চায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা

ঢাকা: অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ দ্রুত করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

সোমবার ( ১৫ নভেম্বর) ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে।

এদিন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী গামিনী লক্ষ্মণ পেইরিসের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দু’ই মন্ত্রী অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি-পিটিএ দ্রুত করতে জোর দেন। একই সঙ্গে দু’ই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা করেন তারা। এ সময় তারা দু’ই দেশের জনগণের বৃহত্তর সুবিধার জন্য আকাশ ও সামুদ্রিক যোগাযোগ আরও জোরদার করার ওপরও জোর দেন।

বৈঠকে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ই-কমার্স, ডিজিটাল সেক্টরে সম্পৃক্ততার ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ফার্মাসিউটিক্যাল খাতে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করেন। এবং শ্রীলঙ্কার মন্ত্রীকে বাংলাদেশ থেকে ওষুধ নেওয়ার জন্য আহ্বান জানান।

প্রসঙ্গত, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২১তম সম্মেলনে যোগ দিতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
টি আর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।