ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে অগুনে ২ পাটের গুদাম ভস্মীভূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
ফরিদপুরে অগুনে ২ পাটের গুদাম ভস্মীভূত ফরিদপুরে অগুনে ২ পাটের গুদাম ভস্মীভূত

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি পাটের গুদামসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১৫ নভেম্বর) উপজেলার চৌদ্দরশি বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আ. ছালাম খান বাংলানিউজকে জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

তবে পাট ব্যবসায়ী কে.এম. সাত্তারের ১ হাজার মণ ও ভোলানাথ সাহার ৫শ’ মণ পাট আগুনে পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।