ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নতুন নয়, আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
নতুন নয়, আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার ছবি: সংগৃহীত

ঢাকা: অনিবার্য কারণে বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর নতুন টোলের হার কার্যকর হচ্ছেনা বলে জানা গেছে।

সোমবার (১৫ নভেম্বর) রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

তিনি বলেন, সোমবার রাত ১২টার পর থেকে বঙ্গবন্ধু সেতু পারাপার হওয়া পরিবহন থেকে সরকার ঘোষিত বাড়তি টোল আদায় শুরু হওয়ার কথা ছিল। সে লক্ষ্যে সব প্রস্তুতিও নেওয়া হয়। তবে রাতে মন্ত্রণালয় থেকে বাড়তি টোল আদায় কার্যক্রম শুরু না করতে নির্দেশনা দেওয়া হয়। ফলে বাড়তি টোল আদায় হচ্ছে না। আগের টোল দিয়েই চালকরা সেতু পারাপার হতে পারবেন। এছাড়া নতুন এ টোল কবে থেকে কার্যকর হবে সেটিও এখন বলা যাচ্ছে না।

সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সেতু বিভাগ থেকে গণবিজ্ঞপ্তি জারি করে বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর (৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু) নতুন টোলের হার বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ১৬ নভেম্বর ২০২১ তারিখ রাত ১২টা ৫ মিনিট থেকে নতুন হারে টোল আদায় শুরু হবে। সেখানে টোলের হার ২০ থেকে ৩০ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছিল।

এর আগে, ২ নভেম্বর বঙ্গবন্ধু সেতুতে নতুন টোল আদায় নিয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এইচএমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।