ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কলেজ ছাত্রাবাসের মেঝে ৭ ফুট দেবে আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
কলেজ ছাত্রাবাসের মেঝে ৭ ফুট দেবে আহত ৮

পটুয়াখালী: হঠাৎ করে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রাবাসের নিচতলার ফ্লোর (মেঝে) সাত ফুট দেবে গিয়ে আটজন ছাত্র আহত হয়েছেন।  

আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) দিনগত রাত ১২টার পরে পটুয়াখালী সরকারি কলেজের শেখ কামাল ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রতক্ষ্যদর্শীরা জানান, ছাত্রাবাসে এলার্ট মিটিং শেষ করে বের হয়ে সবাই বারান্দায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করেই ফ্লোরের বেশ অনেকটা প্রায় সাত ফুট নিচে দেবে যায়। এতে ফ্লোরের নিচের মাটি ফাঁকা হয়ে গর্ত হয়ে গেছে। ওই গর্তে পরে আটজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।  


বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।