ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মিয়ানমারের নাগরিক ডা. রেনিন সোকে হত্যার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
মিয়ানমারের নাগরিক ডা. রেনিন সোকে হত্যার চেষ্টা ড. রেনিন সো

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় আলোচিত মিয়ানমারের নাগরিক ডা. রেনিন সোকে (৫৩) গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা।  

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমেদ খান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৫ নভেম্বর) দিনগত রাতে রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের তাইতংপাড়ার রাজস্থলী সরকারি কলেজ সংলগ্ন এলাকায় একদল মুখোশধারী সন্ত্রাসী ডা. রেনিন সোকে হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় তিনি নিজ বাড়িতে ছিলেন। গুলিতে ভবনের দক্ষিণ পাশের ২য় তলার জানালার কাঁচ ভেঙে যায়। গুলি করার পর পরই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাটি চারদিক ছড়িয়ে পড়লে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে।

মায়ানমারের নাগরিক ডা. রেনিন সো মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বলেন, আমার ভবনের চারদিকে সিসি ক্যামেরা রয়েছে। সেখানে দেখা গিয়েছে সন্ত্রাসীরা তিনটি গ্রুপে বিভিক্ত হয়ে আমার বাড়ির চারপাশ ঘিরে ফেলে। এরপর সন্ত্রাসীদের মধ্যে একজন আমাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। গুলিতে জানালার কাঁচ ভেঙে যায়। ভাগ্যক্রমে আমি বেঁচে গেছি।  

এ ঘটনার জন্য তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সন্ত্রাসীদের দায়ি করেছেন, কেননা সংগঠনটির সদস্যরা তাকে মেরে ফেলার জন্য কয়েকবার হুমকি দিয়ে আসছে বলে তিনি অভিযোগ করেন।  

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডা. রেনিন সো অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি যোগ করেন।

ডাক্তার রেনিন সো মিয়ানমারের নাগরিক। তিনি দীর্ঘ বছর ধরে রাঙামাটির রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের তাইতংপাড়ার রাজস্থলী সরকারি কলেজ সংলগ্ন এলাকায় বিবাহ সূত্রে নিজ বাড়ি তৈরি করে বসবাস করছেন। তিনি একজন নিউরোসার্জন। স্থানীয়দের চিকিৎসাসহ নানা মানবিক কাজে জড়িত রয়েছেন তিনি। মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছিলো এবং তার হাজতবাস হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।