ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভোক্তা অধিকারের অভিযান, ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
ভোক্তা অধিকারের অভিযান, ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) যৌথ অভিযানে ১৩ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) দিনভর সদর, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়, র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, উল্লাপাড়ার উপজেলার মামা ভাগ্নে হোটেল, ভাই ভাই হোটেল, রাকিব মেডিক্যাল হল, মুক্তা সুপার হোটেল, সদর উপজেলার কাশিয়াহাটার সোহরাব ওয়েল মিল, ভাই ভাই ওয়েল মিল, ইলিয়াস ওয়েল মিল, নিরব ফ্লাওয়ার মিল, মা রাইস মিল, মা-বাবার দোয়া রাইস মিল, যমুনা অয়েল মিল কাশিয়াহাটা, কালিয়া হরিপুরের তালুকদার ফুড, ও তাড়াশের জনতা হোটেল।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি ও র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অপ্স অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উল্লাপাড়া, তাড়াশ ও সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খাদ্যে ভেজাল, ভেজাল খাদ্য সামগ্রী উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অভিযোগসহ ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।