ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি কারখানায় পোশাক শ্রমিকদের বেতন ও পাওনা টাকা না দেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে আশুলিয়ার কুটুরিয়া-শেরআলী মার্কেট আঞ্চলিক সড়ক অবরোধ করে দেওয়ান মার্কেট এলাকার জেড এ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

পরে কারখানার কর্মকর্তাদের আশ্বাসে ১ ঘণ্টা পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে।

শ্রমিকরা জানায়, দীর্ঘ দিন ধরে প্রায় ১ হাজার শ্রমিক ওই পোশাক কারখানায় কাজ করে আসছেন। প্রতি মাসেই বেতন ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হতো। কিন্তু দুই মাস ধরে বেতন দিতে গড়িমিসি করছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া বেতন এক সময়ে পরিশোধ করেন আর ওভারটাইমের বিল অন্য সময় পরিশোধ করেন। তাই সেই বেতনের দাবি আজ তারা এ আন্দোলন করে।

লিমন নামের এক শ্রমিক বলেন, আমরা কিছুই বলতে পারি না। কিছু বললেই বাইরের লোক হুমকি-ধমকি দেয়। এমনকি মাতৃকালীন ছুটির টাকা, সাধারণ ছুটির টাকা আমাদের দেওয়া হয় না। আমাদের দাবি প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করতে হবে।

এ বিষয়ে কারখানাটির জেনারেল ম্যানেজার বাবু বলেন, বিষয়টি নিয়ে শ্রমিক ও শ্রমিক প্রতিনিধির সঙ্গে বসা হয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে। এছাড়া বাইরের লোক দিয়ে ভয়-ভীতি দেখানোর এমন কোনও ঘটনা এখানে ঘটেনি।

স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আল-কামরান বলেন, কারখানার শ্রমিকরা কিছুই বলেতে পারে না। বললেই চাকরিচ্যুতের হুমকি দেয়। কারখানা কর্তৃপক্ষ সবসময় বাইরের লোক দিয়ে শ্রমিকদের ভয়-ভীতি দেখায়। এ ধরণের অভিযোগ অনেক শ্রমিক করেছেন। এছাড়া শ্রমিক নেতাদের সঙ্গেও একই ঘটনা ঘটেছে। এর তীব্র নিন্দা জানাই।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।