ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প বিশ্বে প্রশংসিত হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প বিশ্বে প্রশংসিত হয়েছে

ফেনী: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘর উপহার বিশ্বের দরবারে বেশ প্রশংসিত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে ফেনীতে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে 'ক' শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরগুলো পরিদর্শন, কম্বল বিতরণ ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সদর উপজেলার ধর্মপুর আশ্রয়ণ প্রকল্পের বাঘটিলা এলাকায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।

এসময় তিনি বলেন, প্রতিটি পরিবারকে দুই শতাংশ জায়গা, গভীর নলকূপের পানি, স্যানিটেশন ব্যবস্থা, মসজিদ, রাস্তা, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হবে। বিভাগীয় কমিশনার এলাকাবাসীকে মাদক ও বাল্যবিবাহ থেকে দূরে থাকার আহ্বান জানান।

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. গোলাম জাকারিয়া, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্যাহ খন্দকার।

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল-মাহমুদ ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ধর্মপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা, উপকারভোগী সুফিয়া বেগম ও আনোয়ার হোসেন।

জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি রজত বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আফতাবুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য, উপকারভোগীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উপকারভোগী সুফিয়া বেগম বলেন, আগে আমরা অনেক কষ্ট করে দিন কাটাতাম। থাকার জায়গা ছিল না। প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে আমরা অনেক খুশি।

অনুষ্ঠানের শুরুতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরগুলো পরিদর্শন ও গাছের চারা রোপণ করেন। শেষে ২১টি ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন। এছাড়াও দু:স্থ অসহায় দুইশত পরিবারের মধ্যে কম্বল তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এসএইচডি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।