ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রীকে হত্যাচেষ্টার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
স্ত্রীকে হত্যাচেষ্টার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় স্ত্রী লাইলী (২২) বেগমকে সিজার (কাচি) দিয়ে গলায় আঘাত করে হত্যাচেষ্টার পর নিজের শরীরে গরম পানি ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী মোর্শেদ আলী।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া কলেজপাড় এলাকার সৌদি প্রবাসী আজিম উদ্দিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে স্বামী-স্ত্রী দুজনেই পোশাক কারখানার শ্রমিক।

স্থানীয়রা জানায়, লাইলী বেগম ও তার স্বামী মোর্শেদ আলী ওই এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সকালে দাম্পত্য কলহের জেরে ঘরে থাকা ধারালো কাচি দিয়ে স্ত্রীর গলায় আঘাত করে হত্যার চেষ্টা করেন মোর্শেদ। পরে তিনি নিজের শরীরে গরম পানি ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন এসে লাইলীকে উদ্ধার করে চক্রবর্তীস্থ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মোমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করেন। পরে অভিযুক্ত মোর্শেদকে আটকে রেখে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মোর্শেদকে আটক করে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক হাসপাতালে ভর্তি করেন।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আউয়াল হোসেন বলেন, আহত স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া স্থানীয়রা অভিযুক্তকে আটক করে রাখে পরে তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী স্ত্রীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।