ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যুক্তরাজ্যে থাকা যুদ্ধাপরাধীদের ফেরত দিতে আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
যুক্তরাজ্যে থাকা যুদ্ধাপরাধীদের ফেরত দিতে আহ্বান

ঢাকা: যুক্তরাজ্যে থাকা দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ঢাকায় সফররত দেশটির কমনওয়েলথ, জাতিসংঘ ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

মঙ্গলবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে কারি শিল্পে কর্মরতদের ভিসা সুবিধা দেওয়ার কথা বলেন।

লর্ড তারিক আহমেদ নারী শিক্ষায় যুক্তরাজ্য সরকারের অগ্রাধিকারে জোর দেন। মহামারীর কারণে নারী শিক্ষার্থী এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় ৫৪ মিলিয়ন পাউন্ডের একটি নতুন তহবিল সহায়তার কথা জানান।

বৈঠকে ড. মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নে যুক্তরাজ্যকে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

লর্ড তারিক আহমেদ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জোর দেন। সম্প্রতি ভাসানচরে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মধ্যে সমঝোতা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।