ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াতে চায় সৌদি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াতে চায় সৌদি

ঢাকা: বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী সৌদি আরবের উত্তর সীমান্ত অঞ্চলের আরআর চেম্বার অব কমার্স। সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠককালে চেম্বার সভাপতি নওয়াফ মাজাল আল দাইদি এ আগ্রহের কথা জানান।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বৈঠকে চলতি মাসের ২৮-২৯ তারিখে বিডা কর্তৃক আয়োজিত বিনিয়োগ সম্মেলনে ভার্চ্যুয়ালি যোগদানের জন্য সৌদি ব্যবসায়ীদের আহ্বান জানান রাষ্ট্রদূত।

তিনি বলেন, সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারীত্বের (পিপিপি) আওতায় বিনিয়োগ করতে পারে। সম্প্রতি এ বিষয়ে দুই দেশের সমঝোতা স্মারক সই হয়েছে। সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করলে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান রাষ্ট্রদূত।

আরআর চেম্বার অব কমার্সের সভাপতি নওয়াফ মাজাল আল দাইদি বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যবসার বিস্তারিত তথ্য জানতে চান। এছাড়া দুই দেশের ব্যবসায়ীরা যাতে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে পারে সে বিষয়ে গুরুত্ব দেন। তিনি এ সময় আরআর চেম্বারের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন এবং সৌদি আরব থেকে বাংলাদেশ উন্নত মানের কাপড় বোনার উল আমদানি করতে পারে বলে জানান।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ওষুধ শিল্পে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন। ওষুধ ছাড়াও সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশের হস্তশিল্প, সিরামিক, তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য আমদানির কথা বলেন। বক্তব্যে সৌদি আরবের বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইনের বিষয় তুলে ধরেন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশি অভিবাসী ব্যবসায়ীরা যাতে তাদের ব্যবসা নিবন্ধন করতে পারেন সেজন্য চেম্বারের সহযোগিতা চান তিনি।

এছাড়াও রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উত্তর সীমান্ত অঞ্চল প্রদেশের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রিয়াদ বিন বদর আল হুজাইমির সঙ্গে বৈঠক করেন। এ সময় রাষ্ট্রদূত যে সব বাংলাদেশি গৃহকর্মী তাদের গৃহকর্তার বাসা থেকে পালিয়ে আসে তাদের সেফহোমে আশ্রয় দিয়ে দূতাবাসকে অবহিত করার অনুরোধ জানান।  

রাষ্ট্রদূত আরআর শহরে বসবাসরত স্থানীয় বাংলাদেশীদের সঙ্গেও মতবিনিময় করেন। সভায় দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মুর্তুজা জুলকার নাইন নোমান ও কাউন্সিলর মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।