ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে ইয়াবাসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
চরফ্যাশনে ইয়াবাসহ গ্রেফতার ৩ গ্রেফতার তিনজন

ভোলা: ৮০০ পিস ইয়াবা, নগদ টাকাসহ ভোলার চরফ্যাশন পৌরসভা এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১৫ নভেম্বর) দিনগত রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড শরীফপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন- মো. লিটন (৩৩), বিবি রহিমা (৩০) ও মোসা. ছালেহা বেগম (৪০)।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির মিয়া বাংলানিউজকে জানান, গোপন তথ্যে ভিত্তিতে সোমবার দিনগত রাত ১১টার দিকে শরীফপাড়া এলাকায় একটি ভবনের কক্ষ থেকে ওই তিন মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়। সে সময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবাসহ নগদ ৪৪ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে গ্রেফতারদের মূলহোতাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ওই তিন জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চরফ্যাশন থানায় বুধবার মামলা দায়ের করা হয়েছে। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তিন জনকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।