ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মোংলায় ৯৭৬৮ বোতল বিদেশি মদ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
মোংলায় ৯৭৬৮ বোতল বিদেশি মদ জব্দ জব্দকৃত মদ। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণা দিয়ে আনা ৯৭৬৮ বোতল মদ জব্দ করেছে মোংলা কাস্টমস হাউজ। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে মোংলা সমুদ্র বন্দরের ইয়ার্ডে থাকা একটি কন্টেইনার ভর্তি ওই চালান জব্দ করা হয়।

মোংলা কাস্টমস হাউজ জানায়, বন্দরের দুই নম্বর ইয়ার্ডে থাকা খালাস না করা একটি কন্টেইনার নিরীক্ষাকালে তারা অবৈধভাবে আনা ওই মদ দেখতে পায়।  

কুইক লাইম (ক্যালসিয়াম অক্সাইড) ঘোষণা দিয়ে ঢাকার ফাহাদ ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান ওই কন্টেইনার আমদানি করে। পণ্য খালাসে বন্দর নির্ধারিত ৩০ দিন পার হওয়ার পরও দীর্ঘ সময়ে কন্টেইনারটি খালাস করেনি আমদানিকারক প্রতিষ্ঠান। এ ধরনের খালাস না হওয়া পণ্য নিলামে তোলার জন্য মোংলা বন্দরের ট্রাফিক বিভাগ থেকে কাস্টমসকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে কাস্টমস কর্তৃপক্ষ পণ্য ইনভেন্টরি করার উদ্দেশে মঙ্গলবার কন্টেইনার খুললে কুইক লাইম বা চুনের পরিবর্তে কার্টন ভর্তি মদ দেখতে পায়।

জানা গেছে, গত মার্চে সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি কোটারিয়া জাহাজে করে মোংলা বন্দর দিয়ে ওই কন্টেইনারটি আসে। দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত গণনা শেষে ওই কন্টেইনারে থাকা ৮১৪টি পৃথক কার্টনে বিভিন্ন ব্রান্ডের মোট ৯৭৬৮ বোতল বিদেশি মদ পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে এই মদের দাম জানাতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ।

মোংলা কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার মো. মাহফুজ আহম্মেদ বলেন, কন্টেইনারটিতে ভ্যালেন্টাইন, পাসপোর্ট, জ্যাক ড্যানিয়ালসহ মোট ৮টি বিদেশি ব্রান্ডের মদ পাওয়া গেছে। মদের দাম নির্ধারণ চলছে। সব ধরনের প্রক্রিয়া শেষে মোংলা থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা,  নভেম্বর ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।