ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বর্তমান বাজার নির্ণয় করে বিল সমন্বয়ের দাবি ঠিকাদারদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
বর্তমান বাজার নির্ণয় করে বিল সমন্বয়ের দাবি ঠিকাদারদের

ঢাকা: বিগত এক বছর ধরে নির্মাণসামগ্রীর মূল্য ক্রমেই অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় বর্তমান বাজার নির্ণয় করে চলমান প্রকল্পগুলোর চুক্তিমূল্য সমন্বয় করে বিল নিশ্চিতসহ ৯ দফা দাবি জানিয়েছে গণপূর্তের ঠিকাদাররা।

মঙ্গলবার (১৬ নভেম্বর) গণপূর্ত ভবনে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি তুলে ধরেন তারা।

তাদের অন্যান্য দাবিগুলো হলো- বর্তমান জাতীয় বাজেটের আলোকে বৃদ্ধি হওয়া ভ্যাট ও আইটি প্রকল্পের ব্যয়ের সঙ্গে সমন্বয় করে বিল দেওয়া, বর্তমান সিডিউল রেট ২০১৮ এর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেসব অসঙ্গতি ও সীমাবদ্ধতা রয়েছে তা ঠিক করে বাস্তবসম্মত সমাধান করা, প্রক্রিয়াধীন সিডিউল রেট ২০২১ প্রণয়ন এবং দর নির্ধারণে সংশ্লিষ্ট ঠিকাদারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, সিডিউল রেট ২০২১ প্রণয়নের সময় প্রকল্পের পানি, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ সংযোগ ও নিরাপত্তা ব্যয়ের মূল্য সংযোজন করা, বর্তমান রেট সিডিউলে থাকা বীমা করার বিষয়টি সুস্পষ্ট করা, নতুন দরপত্র আহ্বানের ক্ষেত্রে ১০ শতাংশের বেশি এবং কমের বাধ্যবাধকতা প্রকৃত প্রাক্কলন মূল্য দরপত্রে নিশ্চিত করা, সরকারের উন্নয়ন প্রকল্প সম্পাদনের সময়সীমা সংশ্লিষ্ট প্রকল্পের ব্যাপ্তি, জটিলতা ও প্রাসঙ্গিকতা বিবেচনায় সম্পাদনের সময়সীমা নির্ধারণ করা এবং নতুন দরপত্র আহ্বানের ক্ষেত্রে জিসিসি ধারাগুলোর অনুকূলে যেসব পিসিসি ধারাগুলোতে 'না/নন' শব্দ উল্লেখিত থাকে সে ধারাগুলোতে 'এপ্লিকেবল' শব্দ সংযুক্ত করা।

সাক্ষাৎকালে ঠিকাদাররা বলেন, অনতিবিলম্বে বাজারদর বিশ্লেষণ করে প্রতিটি আইটেমের মূল্য নির্ধারণ করে চলমান প্রকল্পের সব ঠিকাদারকে বিল পরিশোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আগামী ২৫ নভেম্বর থেকে চলমান সব নির্মাণ প্রকল্প চালু রাখা কোনভাবেই সম্ভব হবে না। গণপূর্ত অধিদপ্তরের দীর্ঘ সুনাম অক্ষুণ্ন রাখা এবং বর্তমান উন্নয়ন বান্ধব সরকারের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখার বৃহৎ স্বার্থে দ্রুত দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

পরে মতিবিনিময় সভায় প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার বলেন, ঠিকাদারী চুক্তিতে পিপিআরের আলোকে উদ্ভূত সমস্যা নিরসনে পিডব্লিউডিতে সিপিটিইউ বুথ স্থাপন করে ঠিকাদারদের সমস্যা সমাধান করা হবে। প্রতি তিনমাস পরপর ঠিকাদারদের সঙ্গে মতবিনিময় করে উন্নয়ন কাজের সমন্বয় করা হবে। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ বাস্তবায়নে গণপূর্ত অধিদপ্তর কাজ করবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- এম. জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামাল, কূশলী নির্মাতা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রফিক, ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আশরাফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এইচএমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।