ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
ফরিদপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ফরিদপুর: আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সংঘর্ষ এড়াতে ফরিদপুরে দেশীয় অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ নভেম্বর) দিনব্যাপী জেলার ভাঙ্গা ও আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালানো হয়।

এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।  

পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ নভেম্বর) দিনগত রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ২০টি কাতরা, ৪০টি ঢাল, পাঁচটি টেঁটা, ২২টি কালি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে ভাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

 এদিকে মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউপি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ১০টি বল্লম, চারটি রামদা, পাঁচটি ঢালসহ পাঁচটি অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের লক্ষ্যে দেশীয় অস্ত্রসহ অন্যান্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।