ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাংকে ক্যাশ স্লিপ লেখার সময় ১০ লাখ টাকার ব্যাগ উধাও!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
ব্যাংকে ক্যাশ স্লিপ লেখার সময় ১০ লাখ টাকার ব্যাগ উধাও! সোনালী ব্যাংক থেকে শিক্ষিকার ১০ লাখ টাকা চুরি

ফরিদপুর: ফরিদপুরে সোনালী ব্যাংকের করপোরেট শাখা থেকে নাজমা বেগম (৪৮) নামে এক স্কুল শিক্ষিকার ১০ লাখ টাকা চুরি করে নিয়ে যায় অজ্ঞাত এক যুবক।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা শহরের ঝিলটুলীতে অবস্থিত সোনালী ব্যাংকের করপোরেট শাখায় এ ঘটনা ঘটে।

নাজমা বেগম ফরিদপুর সদরের গেরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুরের বেড়া গ্রামে।

জানা যায়, দুপুরে নাজমা বেগম সোনালী ব্যাংকের করপোরেট শাখায় ১০ লাখ ৬০ হাজার টাকা তার হিসাবে জমা দিতে আসেন। এ সময় তিনি ক্যাশ জমা স্লিপ লেখার সময় তার পাশ থেকে এক যুবক টাকার ব্যাগটি চুরি করে নিয়ে যায়।

নাজমা বেগম বাংলানিউজকে বলেন, প্রথমে আমি জমা স্লিপ লিখলে সেখানে টাকার পরিমাণ লেখা ভুল হওয়ায় পরে আবার নতুন করে স্লিপ লিখতে যাই। এ সময় এক ব্যক্তি টাকার ব্যাগ চুরি করে নিয়ে যায়।

ফরিদপুর করপোরেট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।