ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ৫ কেজি রূপার গহনাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
সাতক্ষীরায় ৫ কেজি রূপার গহনাসহ আটক ২

সাতক্ষীরা: সাতক্ষীরায় পাঁচ কেজি রূপার গহনাসহ দুই পাচারকারীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে সাতক্ষীরা শহরের হাসপাতাল মোড় থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের আসাদুর রহমান ও কালিয়ানি গ্রামের জিয়ারুল ইসলাম জিয়া।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মহসীন জানান, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সাতক্ষীরা শহরের হাসপাতাল মোড়ে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা ঢাকাগামী নৈশ কোচের অপেক্ষায় ছিলেন। এসময় তাদের দেহ তল্লাশি করে ভারতে তৈরি বিভিন্ন ধরনের রূপার গহনা উদ্ধার করা হয়। যার ওজন পাঁচ কেজি এবং বাজার মূল্য ছয় লাখ টাকারও বেশি।  

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।