ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ধর্মঘটে মিরপুরবাসীর ভোগান্তি চরমে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
ধর্মঘটে মিরপুরবাসীর ভোগান্তি চরমে

ঢাকা: রাজধানীর মিরপুরে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন শ্রমিকদের ধর্মঘট। বাসের জন্য শত যাত্রী বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সামান্য কিছু বাস চলাচল করলেও যাত্রীর তুলনায় তা অনেক কম।  

বুধবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর ১০, ১১, ১২, কালশি, পূরবী, সিরামিক রোড ঘুরে এমন চিত্র দেখা যায়। এদিন অফিসগামী যাত্রীরা বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন। মিরপুর ১২ নম্বর থেকে হাতে কয়েকটি বাস ছাড়লেও ওইসব বাসে যাত্রীতে ছিল টইটুম্বুর। মিরপুর ১২ নম্বরের প্রধান সড়কে বাস পার্কিং করে রাখা হয়েছে। ওই সব বাসের  শ্রমিকরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় জড়ো হয়ে ধর্মঘট করছেন। সকাল ৮টায় মিরপুর ১২ নম্বর পূরবী সিনেমা হলের সামনে ৩০-৪০ জন শ্রমিক জড়ো হয়ে মিরপুর ১০ নম্বর থেকে আসা কয়েকটি বাস থামিয়ে ওই বাসের যাত্রীদের নামিয়ে দেন। এতে যাত্রীদের সঙ্গে শ্রকিদের কয়েক দফা বাকবিতণ্ডা হয়। সকাল সাড়ে ৮টায় পুলিশ এসে ওই স্থান থেকে শ্রমিকদের  সরিয়ে দেয়।  

এক বাস যাত্রী নাজমা বাংলানিউজকে জানান, আমি মিরপুর ১২ নম্বর যাবো। সকাল ৮টায় পূরবী সিনেমা হলের সামনে শ্রমিকরা আমাদের বাস থেকে নামিয়ে দেয়। আরও অনেক যাত্রী ছিলো যারা অফিসের কাজে বিভিন্ন স্থানে যেতো। বাস না থাকায় অনেকে হেঁটে রওনা দেন।  

বেসরকারি ব্যাংক কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, মতিঝিলে যাব। সকাল সাড়ে ৭টা থেকেই পূরবীর সামনে বাসের জন্য দাঁড়িয়ে ছিলাম। মিরপুর ১২ নম্বর থেকে ২-১টি বাস এলেও অনেক যাত্রী। বাসে উঠাতে পারিনি। আবার শ্রমিকরা বাস থেকে যাত্রী নামিয়ে দিচ্ছেন। সিএনজিও নেই। রিকশায় করে মতিঝিল যাবো কিনা চিন্তা করছি।

মিরপুর ১২ নম্বরের টিআই সোহেল জানান, শ্রমিকরা বাস না চালিয়ে আন্দোলন করছেন। সকাল থেকে কিছু বাস চললেও তা অনেক কম। পূরবীর সামনে সকালে পরিবহন শ্রমিকরা জড়ো হয়ে বাস থেকে যাত্রী নামিয়ে দেয়। সে সময় পুলিশ শ্রমিদের সেখান থেকে সরিয়ে দেয়।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এমএমআই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।