ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নেতা হয়ে কর্মীর সারিতে দাঁড়িয়ে কাজ করতেন একাব্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
নেতা হয়ে কর্মীর সারিতে দাঁড়িয়ে কাজ করতেন একাব্বর

ঢাকা: জাতীয় সংসদের সদ্য প্রয়াত একাব্বর হোসেনকে স্মরণ করে নেতারা বলেছেন, নেতা হয়েও কর্মীর সারিতে দাঁড়িয়ে কাজ করতেন একাব্বর হোসেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর কঠিন পরিস্থিতির মধ্যে তিনি রাজনীতি করেছেন।



মঙ্গলবার (১৬ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগ থেকে নির্বাচিত  টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য (এমপি) মো. একাব্বর হোসেনের মৃত্যুতে বুধবার (১৭ নভেম্বর) এ শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।

শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সংসদে ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা ২০ জন সংসদ সদস্যকে হারিয়েছি। এই অধিবেশনের শুরুতে আমরা শোকপ্রস্তাব নিয়েছি, চলতি সংসদের কোনো সদস্যদের মৃত্যুর ঘটনা ছিল না। আশ্বস্ত ছিলাম, এবার চলতি কোনো সংসদ সদস্যের জন্য শোক প্রস্তাব নিতে হয়নি। কিন্তু এর মধ্যেই একাব্বর হোসেন চলে গেলেন। তিনি ১৯৭৫ সালের পর কঠিন সময়ে ছাত্রলীগ, আওয়ামী লীগের রাজনীতি করেছেন, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ ও বিচার দাবি করেছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, একাব্বর হোসেন নেতা ছিলেন কিন্তু, তিনি কর্মীর সারিতে দাঁড়িয়ে কাজ করতেন। এটা আমরা অনেকেই পারি না। তিনি যে ধরনের নিবেদিত মানুষ ছিলেন তার নির্বাচনী এলাকায় কেউ তাকে স্বার্থলোভী বলতে পারবেন না। তার রাজনৈতিক বিরোধিরা বলতে পারবেন না।

এ শোক প্রস্তাবের ওপর আলোচনা আরও অংশ নেন বিরোধীদলের উপনেতা জিএম কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিরোধীদলের চিফ হুইপ মশিউর রহমান রাঙা, আব্দুস সোবহান গোলাপ, বেনজীর আহমেদ, ছোট মনির ও আনোয়ারুল আজিম।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।