ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সেট টপ বক্সের দাম নির্ধারণের দাবি অপারেটরদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
সেট টপ বক্সের দাম নির্ধারণের দাবি অপারেটরদের ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক আধুনিকায়ন (ডিজিটালাইজেশন) করতে সরকার যে উদ্যোগ নিয়েছে সেটিকে স্বাগত জানিয়েছে ক্যাবল টিভি ফিড অপারেটররা। ফিড অপারেটরদের একটি সংগঠন বলছে, ফিড অপারেটরদের চাহিদা অনুযায়ী বাজারে সেট টপ বক্স পাওয়ার নিশ্চয়তা দিতে হবে।

পাশাপাশি সেট টপ বক্সের ন্যায্য ক্রয়মূল্য নির্ধারণ করতে হবে।

বুধবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানান ফিড অপারেটররা। ঢাকা মহানগর কেবল টিভি ফিড অপারেটর'স এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন থেকে বলা হয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্যাবল টিভি আধুনিকায়নের পরিকল্পনা সম্পূর্ণ বাস্তবায়ন করতে সরকারকে ফিড অপারেটর বা ডিস্ট্রিবিউটরদের সহযোগিতা করতে হবে। আর এই সহযোগিতার প্রয়োজন সেট টপ বক্সের ন্যায্য ক্রয় মূল্য নির্ধারণ করতে হবে।

ফিড অপারেটরদের আরও তিনটি দাবি হলো- কেবল টিভি খাতকে শিল্প হিসেবে ঘোষণা করা, সহজ শর্তে ব্যাংক ঋণ সুবিধার ব্যবস্থা করা, ডিটিএইচ কর্তৃক ডিস লাইনের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করা এবং সব ধরনের ব্যঙ্গাত্মক ও সম্মানহানিকর বিজ্ঞাপন বন্ধ করা।

মানববন্ধনে বেস্ট টিভি ক্যাবল নেটওয়ার্কের আহ্বায়ক মো. নুরুল আমিন চৌধুরী বলেন, আমরা ক্যাবল টিভি আইন ২০০৬ অনুসারে ফিড অপারেটর হিসেবে পরিচিত। সরকারের ভিশন ২০২১ পরিকল্পনার আওতায় ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি প্রণয়ন করেছে। এই পরিকল্পনার আওতায় ক্যাবল টিভি খাতকে ডিজিটাল করার উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা এবং গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা সরকারের প্রধান লক্ষ্য। এই পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সাহায্য সহযোগিতার প্রয়োজন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নকশি ভিশনের যুগ্ম আহ্বায়ক সেলিম আল মাহবুব, গ্যালাক্সি ক্যাবল নেটওয়ার্কের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এইচএমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।