ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
ভাঙ্গায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা ভাঙ্গায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। ভাঙ্গা থানায় এ মামলা দায়ের করা হয়।

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিকাশ মন্ডল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা ও রাজেশ্বরদী গ্রামে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। নির্বাচনকে কেন্দ্র করে গ্রামের লাঠিয়াল বাহিনীদের ঘর থেকে শতাধিক ডাল, কাতরা, কালি, টেঁটা, রামদা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ  বাদি হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ঝ) ধারায় মামলা করেছে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।