ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মদনে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
মদনে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনার মদনে নানা বাড়ি বেড়াতে এসে রাস্তার পাশে শিশুদের সঙ্গে খেলার সময় ট্রাকচাপায় মিম শাহ (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নানার বাড়ি গোবিন্দ্রশ্রী সরকার হাটি গ্রামে সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মিম একই গ্রামের আল আমিন শাহর কন্যা।  
 
পরিবার সূত্রে জানা যায়, মিম সকালে একই গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যায় অন্য শিশুদের সঙ্গে রাস্তার পাশে খেলছিল। এ সময় একটি চলন্ত ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক চালক আল্লাদ মিয়াকে ট্রাকসহ আটক করে জনতা।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বাংলানিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় মিম নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। চালক আল্লাদকে ট্রাকসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।