ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

গুলশান ইউনিমার্টের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
গুলশান ইউনিমার্টের আগুন নিয়ন্ত্রণে ...

ঢাকা: রাজধানীর গুলশান-২ নম্বরে ইউনিমার্ট ভবনের ১৪ তলার তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় প্রায় ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে ইউনিমার্টের ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, রাত ৯টা ২০ মিনিটে গুলশান-২ নম্বরে ইউনিমার্টের ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে প্রায় ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

আরও পড়ুন >>> গুলশানে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বাংলাদেশ সময় : ২২৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এমএমআই/পিএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।