ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের অভিযানে এক সপ্তাহে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৩ হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
পুলিশের অভিযানে এক সপ্তাহে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৩ হাজার

ঢাকা: দেশের বিভিন্ন এলাকায় বিগত এক সপ্তাহে পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ তিন হাজারের বেশি আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে জব্দ করা হয়েছে ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য।

সোমবার (২৩ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন 
পুলিশ সদরদপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান।

গত ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান পরিচালনা করে। এ সময় মাদকবিরোধী অভিযানে দুই হাজার ৯৬৪ জন গ্রেফতার হয়েছেন। এসব অভিযান চলাকালে মোট ১১ লাখ ২৫ হাজার ৩২৮টি ইয়াবা বড়ি উদ্ধার হয়েছে। হেরোইন উদ্ধার হয়েছে পাঁচ কেজি ২৩০ গ্রাম। এ ছাড়া আট হাজার ৮৩২ বোতল ফেনসিডিল, এক হাজার ৫৯০ লিটার বিদেশি মদ, ১০ হাজার ৫১ লিটার দেশি মদ এবং প্রায় দেড় হাজার কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

এদিকে একই সময়ে পুলিশের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার অভিযানে ৯৩ জন গ্রেফতার হয়েছেন। এসব অভিযানে ৪৫টি আগ্নেয়াস্ত্র ও ৫২৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৭টি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

একই সময়ে দেশজুড়ে অভিযান চালিয়ে পুলিশের নিবন্ধনহীন মোটরসাইকেলবিরোধী অভিযানে নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করা হয়েছে তিন হাজার ১৪০টি। চোরাই ৩৬টি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৯৮টি। গ্রেফতার হয়েছেন পাঁচজন।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।