ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে ৫তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে ৫তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

গাজীপুর: গাজীপুরে একটি কারখানায় চাকরির ইন্টারভিউ দেওয়ার পর ওই কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক আত্মহত্যা করেছেন।  

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকায় এমিগো বাংলাদেশ লিমিটেড (এবিএল) কারখানায় এ ঘটনা ঘটে।

 

নিহত যুবকের নাম সুমন দেবনাথ (২১)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুপাইর এলাকার হরিলাল দেবনাথের ছেলে।  

পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, চাকরির ইন্টারভিউ দিতে কালীগঞ্জে এমিগো বাংলাদেশ লিমিটেড (এবিএল) কারখানায় ডাকা হয় সুমন দেবনাথকে। ইন্টারভিউ দিতে সকালে সুমন ওই কারখানায় যান। দুপুরের পর তিনি ইন্টারভিউতে অংশ নেয়। পরে বিকেলে তিনি ওই কারখানার পাঁচতলার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ওই কারখানা কর্তৃপক্ষ। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

অভিযোগ উঠেছে, ইন্টারভিউয়ের সময় সুমন দেবনাথের সঙ্গে ওই কারখানার লোকজন দুর্ব্যবহার করেন। পরে তিনি কারখানার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতের বাবা হরিলাল দেবনাথ জানান, সুমন আগে একবার এমিগো বাংলাদেশ লিমিটেড কারখানায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলেন। ওই সময় তার চাকরি হয়নি। দুই দিন আগে তাকে আবার ইন্টারভিউ দেওয়ার জন্য এমিগো বাংলাদেশ লিমিটেড কারখানা থেকে ফোন দিয়ে ডাকা হয়। ইন্টারভিউ দেওয়ার জন্যই সকালে সুমন ওই কারখানায় যান। পরে বিকেলে খবর আসে যে কারখানার ছাদ থেকে পড়ে সুমন মারা গেছেন।  

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, ওই কারখানায় ইন্টারভিউ দিতে যায় সুমন দেবনাথ। তার ইন্টারভিউ ভালো না হওয়ায় ইন্টারভিউ বোর্ডের সদস্যরা তাকে কয়েকদিন পর আসতে বলেন। এতে হতাশ হয়ে সুমন কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্ত করা হবে। এছাড়া বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১ 
আরএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।