ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় থমকে গেছে মাদারীপুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
ঘন কুয়াশায় থমকে গেছে মাদারীপুর

মাদারীপুর: ভোর থেকে ঘন কুয়াশায় ঘিরে আছে চারপাশ। শীত কম থাকলেও কুয়াশার মাত্রা বেশি।

সামনে কোনো কিছুই দেখা যাচ্ছে না। সকাল ৮টার দিকেও দেখা মেলেনি সূর্যের।

শিবচর হাইওয়ে সূত্র জানিয়েছে, ভোর থেকে মহাসড়কে দূরপাল্লার গাড়ির চাপ নেই। যে কয়েকটি গাড়ি চলছে, তাদের মধ্যেও রয়েছে দীর্ঘ বিরতি। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে চালকদের।

স্থানীয় বাজারের দোকানিরা বলেন, কুয়াশার কারণে বাজারে ক্রেতাদের যাতায়াত কম। দোকানপাটও কম খুলেছে।  

শিবচরের বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, সড়কপথে ঘন কুয়াশা দেখা গেলেও নৌপথে কুয়াশা কম। ফলে ফেরি চলাচলে তেমন কোনো সমস্যা হচ্ছে না। সকাল থেকেই ফেরি চলছে। তবে কুয়াশা থাকায় ফেরির গতি কিছুটা ধীর।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিনন আহমেদ বলেন, নৌপথে কুয়াশা কিছুটা কম। ফেরি চলাচল অব্যাহত রয়েছে। বিকেল ৪টা পর্যন্ত চারটি ফেরি নৌপথে চলাচল করবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।