ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

তাজরীন ভবনের সামনে নিহতদের প্রতি শ্রদ্ধা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
তাজরীন ভবনের সামনে নিহতদের প্রতি শ্রদ্ধা

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনার নবম বর্ষপূর্তিতে নিহতদের স্মরণে ভবনের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আহত শ্রমিক ও নিহতদের স্বজনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।

বুধবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে পুড়ে যাওয়া তাজরীন গার্মেন্টসের ফটকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে এদিন প্রথম শ্রদ্ধা নিবেদন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক তপন সাহা বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার নবম বছরে এসেও আমরা ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ও তদন্তে তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডে মালিক দেলোয়ার হোসেন দোষী সাব্যস্ত হয়েছেন। তারপরও বিচার পায়নি ক্ষতিগ্রস্তরা। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করছি।

তিনি আরও বলেন, এই দিনে প্রতিবছর আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়। বুধবার গাজীপুর ও নিশ্চিন্তপুরে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১৪ জন শ্রমিক। আহত হন আরও প্রায় দুই শতাধিক।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।