ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ মাদক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
টেকনাফে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ মাদক উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের লেদার আলীখাল সোলার প্রজেক্ট এলাকা থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি। বিজিবির দাবি, উদ্ধার করা এই মাদকের বাজার মূল্য  ৫ কোটি টাকা।

বুধবার ২৪ নভেম্বর দুপুরে বিজিবির পক্ষ থেকে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিএসসি স্বাক্ষরিত মেইল বার্তায় জানানো হয়, গোপন সূত্রে খবর পায়  লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১১ হতে আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণে আলীখাল সোলার প্রজেক্ট সংলগ্ন লবণ মাঠ এলাকা দিয়ে একটি মাদকের বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। মঙ্গলবার রাতে বিশেষ টহলদল আলীখাল সোলার প্রজেক্ট সংলগ্ন লবণের মাঠের ভেতর অবস্থান নেয়। এ সময় ভোরের দিকে লবণ মাঠ এলাকা দিয়ে দুই-তিনজনকে একটি সাদা চটের ব্যাগ নিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগটি ফেলে প্বার্শবর্তী রঙ্গিখালী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগ তল্লাশী করে এক কেজি ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। যার বাজার মূল্য পাঁচ কোটি টাকা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১ 
এসবি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।