ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

৬ দাবিতে মহসেন জুট মিল শ্রমিক-কর্মচারীদের অনশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
৬ দাবিতে মহসেন জুট মিল শ্রমিক-কর্মচারীদের অনশন

খুলনা: চূড়ান্ত বকেয়া পাওনাদি চলতি মাসের মধ্যে এককালীন পরিশোধ, বন্ধ কারখানা চালুসহ ৬ দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান  খুলনার মহসেন জুট মিলের শ্রমিক-কর্মচারীরা।

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও মহসেন জুট মিলের সাধারণ শ্রমিক-কর্মচারীদের উদ্যোগে পূর্বঘোষণা অনুযায়ী বুধবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মিলের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনশন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল  শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সহ-সভাপতি আফিল জুট মিল মজদুর ইউনিয়নের নেতা কাবিল হোসেন, নিজামউদ্দিন, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মো. আলাউদ্দিন, কেসমত, জাহাঙ্গীর হোসেন, আবু তালেব, সবুর, আলম, মো. মুজিবর, আ. রশিদ, মো. আলা, হাছান, আতাউর, বাবুল, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, সোনালী জুট মিল শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, মো. বাবুল খান, লুৎফর রহমান, বাবলু প্রমুখ।

অনশন শেষে প্রধান অতিথি কাজী আজাদুর রহমান হিরোক শরবত পান করায়ে শ্রমিকদের অনশন ভঙ্গ করান।

অনশন কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, বকেয়া পরিশোধের ব্যাপারে কোনো টালবাহানা এবং শ্রমিকদের দাবি পূরণ না করলে  ২৬ শে নভেম্বর (শুক্রবার) শিরোমনি শহীদ মিনার চত্বরে শ্রমিক জনসভা এবং রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪ , ২০২১
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।