ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সহপাঠীর মৃত্যুতে নটর ডেম শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
সহপাঠীর মৃত্যুতে নটর ডেম শিক্ষার্থীদের বিক্ষোভ গুলিস্তানে নটরডেম কলেজের ছাত্রদের সড়ক অবরোধ

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সহপাঠী নাঈম হাসানের (১৭) মৃত্যুর ঘটনায় মতিঝিল ও গুলিস্তান এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে নটরডেম কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরের পর কলেজ শিক্ষার্থীরা বেরিয়ে এসে আরামবাগ-মতিঝিল এলাকায় অবস্থান নেয়।

পরে শিক্ষার্থীদের একটি অংশ পল্টন হয়ে দুর্ঘটনাস্থল গুলিস্তানে এসে অবস্থান নেয়। এ সময় তারা মর্মান্তিকভাবে সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবি জানায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার জানান, নটরডেম কলেজের শিক্ষার্থী মৃত্যুর খবর সহপাঠীদের মধ্যে ছড়িয়ে পড়লে কিছু শিক্ষার্থী কলেজ থেকে বেরিয়ে মিছিল নিয়ে পল্টন হয়ে গুলিস্তানে অবস্থান নিয়েছে। তারা গুলিস্তান গোলচত্বরে অবস্থান নিলেও এখনো যান চলাচল স্বাভাবিক আছে। পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।

বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তান এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামে নটরডেম কলেজের দ্বাদশ শ্রেণির ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

গুলিস্তান হল মার্কেটের সামনের রাস্তা হেঁটে পার হওয়ার সময় গুলিস্তান জিরো পয়েন্টগামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা পরিবহনের একটি গাড়ি বেপরোয়া গতিতে এসে নাঈমকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর পরই ময়লার গাড়ি জব্দসহ চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ময়লার গাড়ি কেড়ে নিল নটরডেম ছাত্রের প্রাণ

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।