ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা ডাকাত নিহত প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ বন্দরের বিপরীতে পাহাড়ি এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে দু’জন রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন।  

শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত দুই ডাকাত হলেন- কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ ওরফে আঙ্গুল কাটা শফিক। নিহতরা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।

এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি র‌্যাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিশ্চিত করেছেন র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।  

তিনি জানান, শুক্রবার ভোরে মাদক-অস্ত্র নিয়ে একটি ডাকাত দল টেকনাফের দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে, এমন খবরে সেখানে অভিযানে যায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালাতে থাকেন। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঘটনাস্থল থেকে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এসবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।