ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আমন ধান ক্রয়ে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
আমন ধান ক্রয়ে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন ...

মাগুরা: মাগুরায় চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষে ‘কৃষকের অ্যাপ’ এর মাধ্যমে লটারিতে নির্বাচিত হয়েছেন মাগুরা সদর উপজেলার ৪৪৬ জন কৃষক।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবির তার কার্যালয়ে অনলাইনে এ কৃষক নির্বাচন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, উপজেলা কৃষি অফিসার হুমায়ন কবির, উপজেলা খাদ্য পরিদর্শক মতিয়ার রহমান প্রমুখ।    

ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান বলেন, চলতি আমন মৌসুমে জেলার ৪ উপজেলার কৃষকদের কাছ থেকে ৩ হাজার ৪৭৭ মেট্রিকটন ধান ক্রয় করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৩৩৮ মেট্রিকটন, শ্রীপুরে ৬৪৯ মেট্রিকটন, শালিখায় ৮০০ মেট্রিক টন এবং মহম্মদপুর উপজেলায় ৬৯০ মেট্রিকটন ধান। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে ‘কৃষকের অ্যাপ’ এর মাধ্যমে সদর উপজেলার ২ হাজার ৯৮০ জন কৃষক আবেদন করেছিলেন। এর মধ্যে থেকে অনলাইনে লটারির মাধ্যমে ৪৪৬ জন কৃষক নির্বাচিত হয়েছেন। একইভাবে জেলার অন্য তিন উপজেলা শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর থেকে অনুরূপভাবে কৃষক নির্বাচন করা হচ্ছে। এ বছর সরকারিভাবে ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৭ টাকা।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।