ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে মাদকসহ তিন বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
গোপালগঞ্জে মাদকসহ তিন বিক্রেতা আটক মাদকসহ আটকরা।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী থেকে এক হাজার পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ তিন বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে কাশিয়ানী উপজেলার চর পদ্মবিলা গ্রাম থেকে মাদক বেচাকেনার সময় তাদের আটক করা হয়।

শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- কাশিয়ানী উপজেলার চর পদ্মগ্রামের দেলোয়ার হোসেন বাচ্চু শেখের ছেলে নজরুল ইসলাম (৪৩), কুমিল্লা জেলার চান্দনা উপজেলার পূর্ব অম্বরপুর গ্রামের শহিদুল ইসলাম মোল্যার ছেলে মো. মাহফুজ মোল্যা (২৩) ও একই উপজেলার চিলোরা গ্রামের মো. মোস্তফা কামালের ছেলে মো. মোশারফ হোসেন (২২)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রায়হান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি চর পদ্মবিলা গ্রামের নজরুল ইসলামের বাড়িতে রাতে মাদকের বড় ধরনের চালান আসবে এবং বেচাকেনা হবে। এমন সংবাদ পাওয়ার পর সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কাশিয়ানী ও আশপাশের এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রয় করে আসছিল। তাদের নামে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।