ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় ৭১০ পিস ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
পাকুন্দিয়ায় ৭১০ পিস ইয়াবাসহ বিক্রেতা আটক আটক মাদকবিক্রেতা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ৭১০ পিস ইয়াবাসহ মো. ইছমাহিল (৩০) নামে এক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

আটক মাদক বিক্রেতা মো. ইছমাহিল জেলার পাকুন্দিয়া উপজেলার চর তেরটেকিয়া এলাকার মইচ উদ্দিনের ছেলে।  

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে পাকুন্দিয়া উপজেলার তালতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। এসময় মাদক বিক্রেতা মো. ইছমাহিলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭১০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।  
জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে তিনি মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান জানান, আটক ইছমাহিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।