ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

স্বর্ণালঙ্কার নিয়ে পালানো যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
স্বর্ণালঙ্কার নিয়ে পালানো যুবক গ্রেফতার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে একটি গহনার দোকান থেকে স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় কারিগর পলাশ হালদার (৩৫)। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ বৃহস্পতিবার তাকে মানিকগঞ্জ জেলার শিবালয় থানা থেকে গ্রেফতার করে।

 

এ সময় তার কাছ থেকে ১৩ ভরি ৬ আনা স্বর্ণালঙ্কার ও ৪ ভরি ১৩ আনা রূপা উদ্ধার করা হয়। শুক্রবার  (২৬ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বাড়ি মানিকগঞ্জের শিবালয় থানার শিবুলিয়া ইউনিয়নের ছোট সাকরাইল গ্রামে। তার বাবা মৃত কার্তিক হালদার।

জানা গেছে, গত ২৭ অক্টোবর রামগতি বাজারের কাঁকন স্বর্ণ শিল্পালয়ের কারিগর পলাশ হালদার ১৫-২০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে লাপাত্তা হয়ে যায়। এ ঘটনায় শিল্পালয়ের সত্ত্বাধিকারী দুর্লভ সাহা রামগতি থানায় একটি মামলা দায়ের করেন।

দুর্লভ সাহা জানান, কারিগর পলাশ হালদার প্রায় দেড় মাস আগে তার দোকানে কাজ শুরু করেন। প্রতিদিনের মত তাকে দোকানে রেখে দুপুরের খাবার খেতে বাড়িতে যান। এ সুযোগে কারিগর পলাশ লকার ভেঙে ১৫-২০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায়।

রামগতি থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ সোলাইমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।