ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভূমিকম্প: রাঙামাটির পুরানবস্তি-ঝুলুক্যা সেতুতে ফাটল, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
ভূমিকম্প: রাঙামাটির পুরানবস্তি-ঝুলুক্যা সেতুতে ফাটল, আহত ৩ ...

রাঙামাটি: দেশের বিভিন্ন স্থানের মতো পাহাড়ি জেলা রাঙামাটিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত পুরানবস্তি-ঝুলুক্যা সংযোগ সেতুতে ফাটল দেখা দিয়েছে।

 

পাশাপাশি এ ঘটনায় ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এর দুই কর্মী এবং একজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।  

শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

ভূমিকম্পে আহত ব্যক্তিরা হলেন- ইউএনডিপির কর্মী এটিএম সাইফুল ইসলাম ও মনিরুজ্জামান। অপরজন স্থানীয় বাসিন্দা ছোটন চৌধুরী। ভূ-কম্পন শুরু হলে ইউএনডিপির কর্মীরা দ্রুত অফিস থেকে নামার সময় ভবনের সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হন। আর ঘরের সিলিংয়ে রাখা বোতল ছোটন চৌধুরী মাথায় পড়ে আঘাত পান।

এদিকে ভূমিকম্পে শহরের ঝুলুক্যা পাহাড় এলাকার একটি মসজিদেও ফাটল দেখা দিয়েছে। যে কারণে শুক্রবার জুম্মার নামাজ পড়তে এসে মুসল্লিরা আতঙ্কে ভোগেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম বলেন, পুরানবস্তি-ঝুলুক্যা সেতুর গার্ডারের অংশে জয়েন্ট এক্সপানশন রাখা হয়েছিলো। তাই কোনো ঝুঁকি নেই। আর উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত মসজিদটি দ্রুত সংস্কার করা হবে।

রাঙামাটি সদর হাসপাতালের চিকিৎসক দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, আহতরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।