ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

ফরিদপুর: ফরিদপুর-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী একটি ট্রাক খাদে পড়ার খবর পাওয়া গেছে।  

শনিবার (২৭ নভেম্বর) ফরিদপুর শহরের বাইপাস মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পণ্যবাহী ট্রাকটি খাদে পড়ে যায়।

তবে এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাড়িটির নম্বর ঢাকা মেট্র-ট (১৮-৫৯১৭)। ট্রাকটিতে ধান বোঝাই করা ছিলো এবং ধানগুলো ছড়িয়ে পড়ায় ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।  

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও গাড়ির চালক জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং গাড়িটি উপরে তোলার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।