ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে ফেনসিডিলসহ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
না.গঞ্জে ফেনসিডিলসহ মাদকবিক্রেতা আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে এক সিরাজ মণ্ডল নামে এক মাদকবিক্রিতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২৭ নভেম্বর) র‍্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৬ নভেম্বর রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকা থেকে মাদকবিক্রেতা ময়মনসিংহের গফরগাঁও বেলদিয়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে সিরাজকে ১৬ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ জানান তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।