ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত এনজিও কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত এনজিও কর্মকর্তার মৃত্যু

মেহেরপুর: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে বাসের ধাক্কায় আহত মউকের প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন (৩৫) পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

শনিবার (২৭ নভেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

নিহত আলমগীর হোসেন মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামের মুক্তিযোদ্ধা শামসুল হকের ছেলে। সে স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) জনস্বাস্থ্য প্রকল্পের প্রকল্প পরিচালক।

মানবউন্নয় কেন্দ্র মউকের প্রোগ্রাম অফিসার নাছিরা খাতুন তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

এর আগে গত রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের অয়ন ফিলিং ষ্টেশনের সামনে চলন্ত বাসের ধাক্কায় আলমগীর হোসেন মারাত্মক আহত হন। আলমগীর হোসেন মোটরাসাইকেলে ওই পাম্পে তেল আনতে যাচ্ছিলেন। তেল পাম্পের নিকট পৌঁছানো মাত্রই মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া সোহাগ পরিবহন তাকে ধাক্কা মারে। এতে আলমগীর হোসেন রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন । সেখান থেকে রাজশাহী ও পরে তার অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এ পাঁচ দিন চিকিৎসা শেষে মারা যান আলমগীর হোসেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, আলমগীর হোসেন মারা গেছেন। নিহতের মরদেহ ঢাকা থেকে মধ্যরাতে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পারিবারিকভাবে লিখিত দিলে তারপর আইনগত প্রক্রিয়া শুরু হবে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।