ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা ‘সুবর্ণজয়ন্তী বিজয় সংস্করণ কালারবুক’র মোড়ক উম্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
বসুন্ধরা ‘সুবর্ণজয়ন্তী  বিজয় সংস্করণ কালারবুক’র মোড়ক উম্মোচন

ঢাকা: স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার ২- এ  বসুন্ধরা ড্রয়িং বুকের নতুন সংযোজন ‘বসুন্ধরা সুবর্ণজয়ন্তী বিজয় সংস্করণ কালারবুক’ এর মোড়ক উম্মোচন করা হয়েছে।  

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের উদ্যোগে নতুন প্রজন্মকে চিত্রাঙ্কনের মাধ্যমে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার লক্ষ্যে বসুন্ধরা পেপার মিলসের এই বিশেষ আয়োজন।

বসুন্ধরার বিশেষ এ সুবর্ণজয়ন্তী বিজয় সংস্করণ কালারবুকে থাকছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ ভাষণ, ১৯৭১ সালের যুদ্ধ বিষয়ক চিত্র, সাতজন বীরশ্রেষ্ঠসহ আরও অনেক স্মৃতি বিজড়িত বাংলাদেশের ইতিহাসের অঙ্কন শৈলী। যেখানে শিশুরা ছবি দেখে তাদের মনের মতো আঁকতে ও রং করতে পারবে। শিগগিরই সারা বাংলাদেশে কালারবুকটি বাজারজাত করা হবে।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান, মো. মাসুদুর রহমান (চিফ সেলস অফিসার, পেপার বাল্ক), মো. দেলোয়ার হোসেন (চিফ হিউম্যান রিসোর্স অফিসার, সেক্টর-সি), মো. কামরুল হাসান (হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স, সেক্টর-সি), মোহাম্মদ আলাউদ্দীন (হেড অব মার্কেটিং, বিপিএমএল, সেক্টর-সি), কাজী ইমদাদুল হক (ডিজিএম, সেলস), সীমান্ত বিশ্বাস (ডিজিএম, সাপ্লাই চেইন, সেক্টর-সি) ও বসুন্ধরা গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।