ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

র‌্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে কথা হয়েছে আব্দুল মোমেন-ব্লিংকেনের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
র‌্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে কথা হয়েছে আব্দুল মোমেন-ব্লিংকেনের 

ঢাকা: র‌্যাব কর্মকর্তাদের ওপর জারি করা মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিংকেনের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৫ ডিসেম্বর) রাতে ব্লিংকেনের সঙ্গে প্রায় আধাঘণ্টার ফোনালাপে বিভিন্ন বিষয়ের সঙ্গে এ বিষয়টি নিয়েও কথা হয় আব্দুল মোমেনের।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। দুই নেতা মানবাধিকারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করতে সম্মত হন।

বুধবার রাতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে ৩০ মিনিট আলাপ করেন। আলাপের বিষয়ে ড. আব্দুল মোমেন জানিয়েছেন, আলাপকালে র‍্যাব কর্মকর্তাদের মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি উত্থাপন করেন তিনি।  

এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো বিষয়ে প্রশ্ন থাকলে ফোন কল দেওয়ার অনুরোধ করেন ড. আব্দুল মোমেন।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টেলিফোনে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন তারা।

আরো পড়ুন: 

রোহিঙ্গা সংকট নিয়ে মোমেন-ব্লিংকেন ফোনালাপ

আব্দুল মোমেন-ব্লিংকেনের ফোনালাপে গুরুত্ব পেয়েছে মানবাধিকার

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
টি আর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।