ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের সফলতার মূল কারিগর যুব সমাজ: শিল্পমন্ত্রী 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
বাংলাদেশের সফলতার মূল কারিগর যুব সমাজ: শিল্পমন্ত্রী 

ঢাকা: আজকের বাংলাদেশের যে অগ্রগতি ও উন্নয়ন, এ সফলতার মূল কারিগর এ দেশের যুব সমাজ। তাদের উদ্যমী নিবেদনে ব্যবসা-বাণিজ্য আর অর্থনীতিতে গতি এসেছে।


 
এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপী “বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব” এর ১৫তম দিনে (বুধবার ১৫ ডিসেম্বর) এসব কথা বলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
 
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা, দেশ প্রেমে তরুণ সমাজকে উজ্জীবিত করতে বিশেষ ভূমিকা রেখেছে এদেশের ব্যান্ড শিল্পীরা। ঐতিহাসিক সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীর বাংলাদেশের কাণ্ডারি তরুণদের জন্য উৎসবের উপলক্ষ এনে দেওয়ায় তিনি এফবিসিসিআইকে ধন্যবাদ জানান।
 
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সঠিক পথে নিয়ে গেছেন বঙ্গবন্ধু। তিনি বেঁচে থাকলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আরো বেগবান হতো। তবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ হচ্ছে।  
 
স্বাগত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ স্বাধীন না হলে বাঙালিরা উদ্যোক্তা হতে পারতো না। বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আজকের ব্যবসায়ীক সফলতা, অর্থনৈতিক উন্নতি সম্ভব হয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই বিজয়ের ৫০ বছরে মহোৎসবের আয়োজন করেছে এফবিসিসিআই।
  
রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপী “বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব” এর ১৫তম দিনের আয়োজন ছিলো ব্যান্ড সংগীত। বুধবার সন্ধ্যায় ব্যান্ড সংগীত পরিবেশন করে জনপ্রিয় বিভিন্ন ব্যান্ডদল।
 
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এসই/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।