ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় বিজয় দিবসে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
খুলনায় বিজয় দিবসে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন।

খুলনা: আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস।

৫০ বছর আগে ১৯৭১ সালের এ দিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। দখলদার পাকিস্তানি সামরিক বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণির মানুষ ও সংগঠন।

মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় খুলনার গল্লামারী শহীদ স্মৃতিসৌধে মু‌ক্তি‌যোদ্ধা সংসদ, শ্রম প্রতিমন্ত্রী, কে‌সি‌সি মেয়র, বিভাগীয় কমিশনারসহ প্রশাস‌নের বিভিন্ন পদের কর্মকর্তা, প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

 

স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করছেন খুলনা জেলা ও মহানগর মু‌ক্তি‌যোদ্ধা সংসদ।

 

পুষ্পমাল্য অর্পণ করছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান।

 

পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

 

স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।

 

পুষ্পমাল্য অর্পণ করছেন খুলনার পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা।

 

স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করছেন খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

 

পুষ্পমাল্য অর্পণ করছেন খুলনা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

পুষ্পমাল্য অর্পণ করছেন খুলনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন খুলনা শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬ , ২০২১
এমআরএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।