ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট তরুণের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট তরুণের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোফাজ্জেল হোসেন (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) সকালে পাঠককান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

মোফাজ্জেল ওই এলাকার এরফান উদ্দিন মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়ির পানি তোলার কাজে ব্যবহৃত মোটরে সমস্যা দেখা দিলে মোফাজ্জেল সেই মটরটি মেরামত করতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে পড়েন মোফাজ্জেল। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. রিয়াজ মাহমুদ বলেন, বিদ্যুতায়িত হয়ে এক তরুণ মারা গেছেন। নিহতের পরিবার মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।