ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে শহীদদের প্রতি ইউজিসি কর্তৃপক্ষের শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
বিজয় দিবসে শহীদদের প্রতি ইউজিসি কর্তৃপক্ষের শ্রদ্ধা

ঢাকা: মহান বিজয় দিবস ও মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধের বেদীতে ইউজিসি কর্তৃপক্ষ পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়া, কমিশন ভবনের সম্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর,  প্রফেসর ড. মো. আবু তাহের, ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ও অফিসার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওমর ফারুখ, আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসান, ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম বেপারি ও মোঃ সাইফুল ইসলামসহ কমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে রাজধানীর মিরপুরে কমিশনের আবাসিক এলাকায় বিজয় দিবস উপলক্ষে ইউজিসি অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এমআইএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।