ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফিল্মি স্টাইলে চালককে জিম্মি করে গাড়ি ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
ফিল্মি স্টাইলে চালককে জিম্মি করে গাড়ি ছিনতাই ছিনতাই হওয়া প্রাইভেটকারটি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফিল্মি স্টাইলে চালককে জিম্মি করে প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন গাড়ির মালিক আজীম উদ্দিন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, এন এন অটোমোবাইল নামে রাজধানীর কুড়িলের ইসহাক টাওয়ারে তার একটি নতুন গাড়ি বিক্রয়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি জাপান থেকে বিভিন্ন গাড়ি চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করেন। চট্টগ্রামের ১১৫/১২৭ সিডিএ এভিনিউ শো-রুম থেকে গত ১৪ ডিসেম্বর রাতে ঢাকা শো-রুমে পৌঁছে দেওয়ার জন্য চালক চট্টগ্রাম বায়েজিদ বোস্তামির কুলগাওয়ের গোলাম মোস্তফার ছেলে মো. সাদেক হোসেনের মাধ্যমে একটি (সিলভার রঙের টয়োটা প্রিমিও এফ ইএক্স, মডেল-২০১৬। চেসিস নম্বর এনজেডটি ২৬০-৩১২৯০০৪) প্রাইভেটকারে রওনা হন। পথে প্রাইভেটকারটি দিনগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাড়ে পৌঁছালে একটি হায়েস গাড়ি ব্যারিকেড দিয়ে গতি রোধ করে। সে সময় গাড়িটি থেকে অজ্ঞাত পাঁচ-ছয়জন নেমে চালকের হাত, পা, চোখ-মুখ বেঁধে প্রাইভেটকারটি ছিনতাই করে নিয়ে যায়। পথে চালক মো. সাদেককে বন্দর থানাধীন মদনপুর এলাকায় ফেলে দিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে গাড়িটি খুঁজে বের করাসহ ছিনতাইকারীদের ধরতে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।