ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাল্কহেড ডুবির ৩২ দিন পর বাবুর্চির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
বাল্কহেড ডুবির ৩২ দিন পর বাবুর্চির মরদেহ উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের মোংলা বন্দর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় বাল্কহেড ডুবির ১ মাস ২দিন পরে বাবুর্চি জিহাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে কয়লা অপসারণ শেষে ডুবুরিরা ডুবন্ত বাল্কহেডের রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত জিহাদ পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মঞ্জু মার্কেট এলাকার আলম হাওলাদারের ছেলে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় কার্গোটি উদ্ধার কাজে নিয়োজিত ডুবুরি দল মরদেহটি গলিত অবস্থায় কার্গোর ভেতর থেকে উদ্ধার করে। এ নিয়ে চার জনের মরদেহ উদ্ধার হলো। এখনও একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

গত ১৫ নভেম্বর রাত সাড়ে ৯টায় বন্দরের হারবাড়িয়া-৯ নম্বর বয়া এলাকায় পানামা পতাকাবাহী জাহাজ হ্যান্ডিপার্কের ধাক্কায় ডুবে যায় কয়লাবোঝাই কার্গো এমভি ফারদিন-১। এতে ওই জাহাজে থাকা ৭ নাবিকের মধ্যে ৫ নাবিক ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।