ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
নওগাঁয় যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁ: নওগাঁয সদর উপজেলায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার লস্করপুর নামক রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তবে তার পরিচয় ও নাম ঠিকানা এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পায় তারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবং মরদেহটি উদ্ধার করা হয়েছে। ওই অজ্ঞাত যুবকের দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। এ ছাড়াও তার লিঙ্গ কেটে ফেলা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়া গেলে দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা ডিসেম্বর ১৮, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।