ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১৮ ডিসেম্বর সৈয়দপুর মুক্ত দিবস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
১৮ ডিসেম্বর সৈয়দপুর মুক্ত দিবস

নীলফামারী: আজ ১৮ ডিসেম্বর নীলফামারীর সৈয়দপুর হানাদার মুক্ত হয়। স্বাধীনতার নয় মাসে সৈয়দপুর উপজেলা সদরকে  ‘নিউ বিহার‘  হিসাবে  ঘোষণা দেওয়া।

অবাঙ্গালী অধ্যষিত সৈয়দপুরে  সেনানিবাস থাকার সুবাদে পাক সেনাদের সঙ্গে অবাঙ্গালীদের মধূর সর্ম্পক গড়ে উঠে। পাকসেনাদের সহায়তায় একশ্রেণীর অবাঙ্গালী সৈয়দপুর শহর ছাড়াও জেলার প্রতিটি উপজেলায় প্রচুর লুটতরাজ ও হত্যাযজ্ঞ চালায়। যার স্মৃতি সৈয়দপুরে এখনো বিদ্যমান।

৭ই মার্চ ঢাকার রেসকোর্স মাঠে বঙ্গবন্ধুর ভাষন দেয়ার সঙ্গে সঙ্গে গোটা এলাকায় ব্যাপক সাড়া পড়ে যায়। প্রাদেশিক পরিষদ সদস্য ডা. জিকর"ল হকের নেতৃত্বে গোটা সৈয়দপুরে সমগ্র বাঙ্গালী এক কাতারে সামিল হয়। সৈয়দপুর সেনানিবাসের প্ররোচনায় কতিপয় অবাঙ্গালী প্রকাশ্যে অস্ত্র হাতে গোটা শহরে তাণ্ডব চালায় ।

২৩শে মার্চ রাতে পাকসেনাদের প্ররোচনায় অবাঙ্গালীরা বাঙ্গালী পরিবারদের ওপর হামলা চালিয়ে লাখ লাখ  টাকার সম্পদ লুটসহ নারী নির্যাতন, অগ্নি সংযোগ করে। গোলাহাট এলাকায় অবাঙ্গালীদের হাতে আহত হয় কয়েকশত মানুষ।

এ ঘটনায় গোটা এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে নীলফামারী ছাড়াও পার্শ্ববর্তী দিনাজপুর জেলার খানসামা, চিরিরবন্দর, পার্বতীপুর এলাকার  হাজার হাজার মানুষ চরম ক্ষুব্ধ  হয়ে উঠে এবং সৈয়দপুর শহর ঘেরাও করার উদ্দ্যোগ গ্রহণ করে।

ফলে বাঙ্গালী ও অবাঙ্গালীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়। সৈয়দপুর শহরের বাঙ্গালীদের উদ্ধারের জন্য অস্ত্রহাতে এগিয়ে আসেন  চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউপি চেয়ারম্যান মাহাতাব বেগ।

অবাঙ্গালী ও খান সেনাদের সঙ্গে প্রচন্ড গোলাগুলির এক পর্যায়ে তিনি গুলি বিন্ধ হয়ে ঘটনাস্থলে শহীদ হন। মূলত তিনিই সৈয়দপুরের প্রথম শহীদ।

২৪শে মার্চ প্রাদেশিক পরিষদ সদস্য ডা. জিকরুল হক, তুলশীরাম আগরওয়ালা, ডা.সামছুল হক, ডা.বদিউজ্জামান, ডা.ইয়াকুব আলী, যমুনা প্রসাদ কেডিয়া, রামেশ্বরলাল আগরওয়ালা, নারায়ন প্রসাদ, কমলা প্রসাদ প্রমূখকে সৈয়দপুর সেনানিবাসে হাত পা বেঁধে রাখা হয় এবং ১২ই এপ্রিল তাদের চোখমুখ  বেঁধে রংপুর সেনানীবাসের উত্তর পার্শ্বে  উপশহরে সারিবদ্ধ ভাবে গুলি করে হত্যা করা হয়। সৈয়দপুর রেলওয়ে কারখানার পদস্থ কর্মচারীদের বাড়ি থেকে ডেকে এনে নির্মমভাবে হত্যা করা হয়।

পাকসেনা ও তাদের  অবাঙ্গালী দোসরদের  হাতে নিহত হয়েছে অসংখ্য রাজনীতিক, ব্যবসায়ী, চাকুরে ও সাধারণ মানুষ।

১৯৭১ সালের ১৩ জুন মুক্তিযুদ্ধকালীন সৈয়দপুর শহরে সবচেয়ে বৃহৎ গণহত্যা সংঘঠিত হয়েছে। এ দিন শহরের ৪৩৮ জন মাড়োয়ারী পরিবারের সদস্যকে ভারতের হলদিবাড়ি সীমান্তে পৌছে  দেয়ার নামে ট্রেনে তুলে রেলওয়ে কারখানার উত্তর প্রান্তে সবাইকে  নির্মমভাবে হত্যা করে লুটে নেওয়া হয় তাদের সর্বস্ব। শিশুদের বায়োনেট দিয়ে খুচিয়ে হত্যা করা হয়।

অবশেষে  ১৮ ডিসেম্বর ভারতের হীম কুমারী ক্যাম্প থেকে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনী যৌথভাবে প্রবেশ  করে সৈয়দপুর আক্রমন করলে অবাঙ্গালী ও খান সেনারা পিছু হটতে বাধ্য হয়। এদিন সৈয়দপুর হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়।

এই বিজয়ে মুক্তি পাগল হাজার হাজার মানুষ গ্রাম থেকে শহরে প্রবেশ করে। এ দিন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দান কারী আওয়ামীলীগ নেতা মরহুম কাজী ওমর আলী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে শহরে আনন্দ মিছিল হয় এবং নেতারা প্রথম সৈয়দপুর পৌরসভা কার্যালয়ে ও আওয়ামী লীগ অফিসে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে।

সৈয়দপুরের শহীদদের স্মরণে শহীদ স্মৃতিসৌধ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হলেও অর্থাভাবে আটকে আছে। ফলে এদুটি স্থাপনা এখনো পূর্ণতা পায়নি। তবে সৈয়দপুরের গণহত্যা নিয়ে নাটক ও সিনেমা তৈরি হয়েছে।

দিবসটি পালনে প্রজম্ম'৭১ ও শহীদের পরিবার মিলাদ মাহফিল, আলোচনা সভার আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।