ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. জব্বার খানকে (৮০) রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় তাকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট গ্রামের বাড়ির পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, ওই দিন তাকে রাষ্ট্রীয় মর্যদা দেওয়া হয়।  

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মাহিদুল ইসলাম।  

ওই বীর মুক্তিযোদ্ধার ছোট ছেলে পুলিশ ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম খান বাংলানিউজকে জানান, তার বাবা গত শুক্রবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধারা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।